ইঞ্জিনিয়ার মোঃ নেসার উদ্দীনঃ ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জবাসীদের আবাসিক সংকট নিরসনে “ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসী” এর উদ্যোগে ঢাকার বুকে গড়ে উঠছে “কিশোরগঞ্জ জেলা পল্লী”।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন নিটোলের পরিকল্পনায় অতি শীঘ্রই ঢাকার বুকে এমনই একটি প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে।
প্রাথমিকভাবে প্রায় ১০ বিঘা জমির উপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। উক্ত প্রকল্পে প্রায় ১০ টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫০০ পরিবারের আবাসন সংকট নিরসন হবে বলে জানা যায়। প্রকল্পে মসজিদ, মন্দির, জিমনেসিয়াম, জেন্টস ক্লাব, লেডিস ক্লাব, সুপারশপ ও কমিউনিটি সেন্টার সহ অন্যান্য নাগরিক সুবিধা বিদ্যমান থাকবে।”
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসী” এর সদস্যরা মাসিক মাত্র ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকা কিস্তি পরিশোধের মাধ্যমে একটি ১৪০০ থেকে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের মালিক হবার সুযোগ পাবেন। মূলত স্বল্প মূল্যে কিশোরগঞ্জবাসীদের ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিতেই এমন একটি পরিকল্পনা হাতে নিয়েছে “ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসী”।