বুলেটিন ডেক্স : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে সংগীত শিল্পী জীবন খাঁন ও মোহনার গাওয়া “জানেমান”। জীবন খাঁনের সর্বশেষ ২য় একক অ্যালবাম “মায়া ডোরে” প্রকাশ হয়েছিল ২০১৭ সালের প্রথম দিকে। এর মাঝে তিনি কাজী শুভ ও মোহনার জন্য “নেশা” এবং ইলিয়াস ও অরিন এর জন্য “হয়ে গেলাম তোর” নামে দুটি গানে সুর করেছিলেন।
দীর্ঘদিন বিরতির পর গানে ফিরেছেন সংগীত শিল্পী জীবন খাঁন।
তিনি জানান, এখন থেকে গানে নিয়মিত হচ্ছি, বেশ কিছু নতুন গান রেকর্ডও সম্পন্ন হয়েছে। সেগুলো সামনে রিলিজ করা হবে।
উল্লেখ্য, “জানেমান” গানটি লেখেছেন এ.কাদের, সুর করেছেন সংগীত শিল্পী জীবন খাঁন নিজেই এবং মিউজিক করেছেন মুশফিক লিটু। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন অন্তু এবং সুইটি। গানটি রিলিজ করা হয়েছে ইউটিউব চ্যানেল “জীবন খাঁন” থেকে।