মোঃ এনায়েত হোসেন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বৃহত্তম সোনাইমুড়ি প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন মাহমুদের পিতা উপজেলার দেওটি ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ নান্দিয়া পাড়া আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম মাওলানা মোহাম্মদ সফি উল্যাহ সাহেবের মৃত্যুতে এক শোকসভা আলোচনা ও দো’আ মোনাজাত অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ফারুক আল ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকের সঞ্চালনায় ১১ আগষ্ট মঙ্গলবার বিকেল ৪ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম রানা,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ,সাংগঠনিক সম্পাদক এম এবি ছিদ্দিক,
প্রচার সম্পাদক মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন মাহমুদ,সমাজকল্যান সম্পাদক নিজাম উদ্দিন,ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান,সিনিয়র সদস্য আলাউদ্দিন লিংকন, সদস্য আলাউদ্দিন লিটন, সদস্য মোহাম্মদ সেলিম, সদস্য নূর মোহাম্মদ সবুজ, ডেইলি টাইম বাংলাদেশ ও দৈনিক আওয়ার কন্ঠ ২৪ চাটখিল সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন নাঈম প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম।
মরহুম সহ সকল মৃত মুসলিম নর নারীর আত্মার মাগফেরাত কামনা করে দোআকরা হয়।
আলোচনা দোআ ও মোনাজাত শেষে ক্লাবের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করাহয়।
উল্লেখ্য মাওলানা মোহাম্মদ সফিউল্যাহ গত ৬ আগষ্ট বার্ধক্যজ্বণিত কারণে মৃত্যুবরণ করেন।একইদিন মরহুমের নিজ বাড়িতে জানাজা শেযে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।