রবি অধিকারী,ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি: “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” – এই শ্লোগানকে সামনে রেখে দাতা সংস্থার নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় বিএমজেড এর অর্থায়নে মানব কল্যাণ পরিষদ-(এমকেপি )এর আয়োজনে প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ – প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ভ্রাম্যমাণ তথ্য মেলা। সকাল ১০.০০টায় ঠাকুরগাঁও উপজেলা অফিস চত্বর হতে এই ভ্রাম্যমাণ তথ্য মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম মেলার শুভ উদ্ধোধন করেন। তিনি বলেন, তথ্য সমৃদ্ধতাই মানুষকে এবং দেশ ও জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। তথ্যের দ্বার যেন মানুষের কাছে উন্মোচিত হয় সেজন্যই সরকার তথ্য অধিকার আইন তৈরি করেছে, আর এর সুফল পেতে হলে বেশী করে জনগণকে এই আইনের ব্যবহার করতে হবে। মানব কল্যাণ পরিষদ তথ্য এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা ও গুরুত্বতা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য যে উদ্দ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানান এবং ভ্রাম্যমাণ তথ্য মেলার সফলতা কামনা করেন। এরপর বিভিন্ন ব্যানার, ফেষ্টুনে স্বজ্জিত ভ্রাম্যমাণ তথ্য মেলার গাড়িটি ঠাকুরগাঁও সদর উপজেলার ৬টি ইউনিয়ন(জগন্নাথপুর,১৩নং গড়েয়া, আউলিয়াপুর,দেবীপুর,ঢোলারহাট,আকচা)প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন হাট বাজার ও ইউনিয়ন পরিষদসমূহে সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা অনুষ্ঠিত ও লিফলেট বিতরন করা হয়। উল্লেখ্য যে প্রকল্পের কর্ম এলাকা ঠাকুরগাঁও সদর,পীরগঞ্জ,আটোয়ারী এবং পঞ্চগড় সদর উপজেলার ২৪টি ইউনিয়নে এই ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত হয়।