নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে আনাস মিয়া (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মাদারটারী গ্রামে। তিনি ওই গ্রামে সোহরাব হোসেন খোকার পুত্র।
স্থানীয় সূত্রে জানা, গত ৬ মাস আগে আনাস মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরই জের ধরে রবিবার ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ধরণীবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।