সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বেশি হওয়ায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর নির্দেশক্রমে সবাইকে সচেতন থাকা,মুখে বাধ্যতম মাস্ক পরিধান করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
২৩ নভেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে শহরের চৌরাস্তা মোড়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতামূলক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এসময় রমেশ চন্দ্র সেন বলেন, ‘মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস- বিষয়টি বাস্তবায়ন করতে হবে। যদি সবাই মাস্ক পরে তাহলে করোনা সংক্রমণ রোধ সম্ভব হবে।’
উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা।
পরে বক্তব্য তাদের বক্তব্যে সবাই কে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে বলেন এবং সাধারণ জনগণের মাঝে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন এমপি রমেশ চন্দ্র সেন ও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম।