সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নে ভেলারহাট পাকা রাস্তার সড়কে অবৈধ ভাবে প্রায় ২০ টি সরকারি গাছ অভিযোগ পাওয়া গেছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটলে সরজমিনে গিয়ে দেখা যায়, ২ নং আখানগর ইউনিয়নের খলিফা পাড়া মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৬) ভেলার হাট পাকা রাস্তা সড়কে প্রায় ২০ টি ইউক্যালকটর গাছ কর্তন করে যার মূল্য প্রায় (৪০ থেকে ৪৫ হাজার টাকা)
উক্ত ঘটনার বিষয়ে সহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমি আমার জমি তে গাছ লাগাইছি সেটাই কাটতেছি এতে কার কি,আর কাউকে আমি জানানোর প্রয়োজন মনে করি না।
পরে এ বিষয়ে ২ নং আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, এই গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না তবে বিষয়টি তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গাছ কাটার বিষয়ে ঠাকুরগাঁও সহকারী ভূমি কমিশনার কামরুল হাসান সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনিও সাংবাদিকদের একই কথা জানান।