সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম (৪২) কে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
২৪ নভেম্বর মঙ্গলবার এ ঘটনা ঘটলে তিনি বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা।
পেশা জীবনে তিনি বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি পাশাপাশি জয়যাত্রা টেলিভিশন, ভোরের কাগজ এবং দি এশিয়ান এইজ পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ।
উক্ত ঘটনার বিষয়ে এন এম নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা শহরে ছিলেন মঙ্গলবার দুপুর ১২.৩৭ মিনিটে ০১৭০৫৬০৭২১৩ এ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় এবং দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
পরে এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুর হক প্রধান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান এ ঘটনায় এন এম নুুরুল ইসলাম নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।