বুলেটিন ডেস্ক: মির্জাগঞ্জ উপজেলা বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন,মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ।
বিবৃতিতে সর্বস্তরের জনতাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয়েছিল। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভূমির বিজয় ছিনিয়ে আনতে যে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন।
আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা, আমরা পেয়েছি যে বিজয় সেই বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু রাজাকার, আলবদর, আলশামস এর শাস্তি চাই। সাথে সাথে স্বাধীনতা অর্জনের জন্য ক্ষুধা,দারিদ্র ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, বিজয় আমাদের পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস । বিজয়ের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বহুদূর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদকে জানাই বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।