মিলন ইসলাম, বগুড়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে দলীয় ও সমর্থকদের সাথে নিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনে অংশ গ্রহনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক মেয়র স্বাধীন কুমার কু-ু। এদিকে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলার শাখার সভাপতি আলহাজ¦ মোঃ এমরান কামাল খান। এছাড়াও শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র জমাদান করেন। ২০ ডিসেম্বর রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বগুড়ার শেরপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুনের কাছে প্রার্থীরা বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়। উল্লেখ্য ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আর গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারী।