আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরগঞ্জের আলজামিয়াতুল ইমদাদিয়া মাদরাসায় নবাগত জেলা প্রশাসক মো:শামীম আলম মতবিনিময় ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
সোমবার(১১জানুয়ারি) রাতে জেলা প্রশাসক শামীম আলম আলজামিয়াতুল ইমদাদিয়া মাদরাসায় যান।
এ সময় নবাগত জেলা প্রশাসক মো:শামীম আলমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন মাদরাসা কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক মো:শামীম আলম মাদরাসার শিক্ষার পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীরা পড়াশুনা শেষ করে দেশের উন্নয়নে বিভিন্ন ভাবে গুরুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন।
পরে জেলা প্রশাসক মো:শামীম আলম নিজ উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.ফাউন্ডেশনের কর্মীদের সহযোগীতায় মাদরাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় আলজামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা শাব্বির আহমাদ রশিদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদির মিয়া সহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।