আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পারভেজ মিয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চরশোলাকিয়া এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।গত ৫ বছরে বর্তমান মেয়র মাহমুদ পারভেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী আল আমিন মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী আকরাম হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মাহমুদ পারভেজ মেয়র নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও জনভোগান্তি থেকে পৌরবাসীকে মুক্তি দিতে দিন-রাত অক্লান্তভাবে কাজ করেছেন তিনি।
মেয়র হিসেবে তাঁর অগ্রাধিকার তালিকায় থাকা রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন, যানজট সমস্যার উন্নয়ন ও ময়লা-আবর্জনা অপসারণ এসব কাজে তিনি তার আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরবাসীর সেবায় নিবেদিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এ সময়ে দিনরাত পৌরবাসীকে তিনি সেবা দিয়েছেন।