বুলেটিন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী দাস।
তিনি বলেন, করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিলে গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে আছেন।