আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড.উম্মে কুলসুম স্মৃতি এমপি করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্য আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি আহমেদউল্লাহ।
আলোচনাসভা শেষে এড.উম্মে কুলসুম স্মৃতি এমপির রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন,বন ও পরিবেশ বিষয়ক বোরহান উদ্দিন,সদস্য আ:রাজ্জাক,সদস্য
রুবেল,সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম হেভেন,পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল,শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন ও বিভিন্ন ইউনিয়ন এর কৃষকলীগের নেতৃবৃন্দ।