বুলেটিন ডেস্ক: ঢাকায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সমাজ সেবা সেল যা এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রম বেশ প্রশংসাও পেয়েছে।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ছাত্রলীগের সমাজসেবা সেল গত ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের গোলঘরে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এ কার্যক্রম। বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো. শাহেদের তত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এ বিষয়ে শীতবস্ত্র গ্রহণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “শীতের সময়ে এই কার্যক্রমের মাধ্যমে অনেক শিক্ষার্থীই উপকৃত হচ্ছে। যে সকল শিক্ষার্থীরা অভাবের কথা কাওকে বলতে পারছে না তাদের জন্য এটা নিঃসন্দেহে মহান ও ব্যতিক্রমী উদ্যােগ। কোন আনুষ্ঠানিকতা ব্যতিরেকে বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল এ কাজ করায় তাদেরকে সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই”।
শীতবস্ত্র বিতরণ করার বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে থাকা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো. স্বাধীন বিবার্তাকে বলেন, “প্রতিবারের থেকে এবারের পরিস্থিতি একটু ভিন্ন। প্রয়োজনের তাগিদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের আবাসিক ছাত্রী/ছাত্রাবাস বন্ধ থাকায় অনেক কষ্টে থাকতে হচ্ছে। নিজেদের সমস্যার কথা জনসম্মুখে বলতে তাদের সংকোচবোধ হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তো আমরা বসে থাকতে পারিনা। বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সাথে ছিলো, এখনও আছে এবং আগামীতেও থাকবে।”
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলেও পরীক্ষাগুলো চলমান। এছাড়াও ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকায় অনেক শিক্ষার্থী আবার ফিরতে শুরু করেছে। তাদের কথা বিবেচনা করেই আমাদের এই উদ্যোগ”।
সংগঠনটির সভাপতি আল নাহিয়ান জয় বলেন, “আমরা কিন্তু এই কর্মসূচি কিছুটা ভিন্ন ভাবে করছি। শীতবস্ত্রের চাহিদার কথা বলা শিক্ষার্থীদের নাম ও পরিচয় সম্পূর্ণরুপে গোপন রাখছি। আমাদের প্রচারটা কেবল শিক্ষার্থীদের কল্যাণে, তারা যেন আমাদের কাছে নিঃসংকোচে আসতে পারে বা বলতে পারে। যতদিন শ্বৈতপ্রবাহ না কাটছে এই প্রক্রিয়া চলমান থাকবে।”
এই শৈত্যপ্রবাহের সময়ে কম্বল বিতরণ ছাড়াও ছাত্রলীগের সমাজসেবা সেল সম্প্রতি ভার্চুয়াল ব্লাড ব্যাংক চালু করেছে যা মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন। সমাজসেবা সেলের এসকল কর্মকান্ড সারা দেশে বেশ প্রশংসাও কুড়িয়েছে।